মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর);
দিনাজপুর ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ৫নং খয়েরবাড়ী ইউনিয়নে জমে উঠেছে প্রার্থীতা প্রকাশের প্রচার প্রচারনা। কে পাচ্ছেন নৌকা প্রতীক তাই নিয়ে চলছে ইউনিয়নসহ উপজেলা পর্যায়ে সর্বমহলে জল্পনা-কল্পনা।
এরই আলোকে জন সমর্থন আদায়ে ও নিজের অবস্থান প্রকাশে মোটরসাইকেল শো-ডাউনের আয়োজন করেন নৌকা মার্কা প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান আবু তাহের মন্ডল। গতকাল (২১ মার্চ) রবিবার বেলা ১১টায় প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন রাস্তায় শো-ডাউন করেন তিনি।
বর্তমান চেয়ারম্যান আবু তাহের মন্ডল বলেন, আমি গত নির্বাচনে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে সফল ভাবে ইউনিয়নের রাস্তা-ঘাট-ড্রেন কালর্ভাডসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেছি। সাধারণ মানুষের আকাঙ্খা পুরনে চেষ্টা করেছি। আমার বিশস এবারোও স্থানীয় আওয়ামীলীগের সকল নেতাকর্মী আমাকে নৌকা প্রতীক পাইয়ে দিতে সমর্থন করবেন।