মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ের শহীদ মিনারটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে সেখানে শিক্ষকরা ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় দেখতে পান।
কলেজ অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে অস্থায়ী এ শহীদ মিনারটি কলেজ ভবনের সামনে নির্মিত হয়। প্রতি বছরের মতো এবারও শিক্ষকদের নিয়ে তিনি সকালে ফুল দিতে এসে এটি ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। অজ্ঞাত দুর্বৃত্তরা এটি রাতের আধারে ভেঙে দিয়েছে।
খবর পেয়ে সেখানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন, ইন্সপেক্টর (অপারেশন) আশরাফুলইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সবার উপস্থিতিতে পুলিশ সদস্যদের সহায়তায় শহীদ মিনারটি পুনঃস্থাপনের করা হয়। পরে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয়রা সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে রাতের আধারে কেউ এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।