উখিয়া প্রতিনিধি।
উখিয়ার কোটবাজারে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে বিবাদী পক্ষ কর্তৃক সীমানা দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে। প্রাপ্ত সংবাদে জানা যায়, কোট বাজারের দক্ষিণ স্টেশন বিএস খতিয়ান নং ৩০১ দাগ নং ৯০৭ ও ৯০৮ নং থেকে মরহুম করম আলীর একপুত্র ও ২ কন্যা থেকে সাব-কবলা মুলে এড.সাইফুদ্দিন খালেদ সম্পত্তি ক্রয় করে। কিন্তু ২য় পক্ষের বড় ভাই আশরফ আলী ড্রাইভার গং সকল ওয়ারিশদের অধিকাংশ সম্পত্তি জোরপূর্বক নিজের দখলে রেখে বাদীর কাছে ৩ (তিন) লক্ষ টাকা চাঁদা দাবী করে। বাদী চাঁদা দিতে অস্বীকার করিলে এবং বিবাদীগং উক্ত জমি দখল বুঝিয়ে না দিলে তিনি গত ২০/০১/২১ ইং তারিখ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আবেদন করেন। যার এমআর মামলা নং ২৬১/২১ ইং। বিজ্ঞ আদালত সন্তুষ্টিক্রমে এসিল্যান্ড উখিয়াকে উক্ত জমির মালিকানা যাচাই পুর্বক প্রতিবেদন ও ওসি উখিয়াকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই রাজিব ২য় পক্ষ / বিবাদীকে নোটিশ দিলেও ২য় পক্ষ ও ২য় পক্ষের বড়ভাই আশরফ আলী ড্রাইভারের নের্তৃত্বে ২০ ফেব্রুয়ারী দুপুর ২ঃ৩০ ঘটিকার সময় অজ্ঞাত ১০/১২ জন লোকসহ জোরপূর্বক ইটের সীমানা দেয়াল নির্মান করে। তদন্তকারী কর্মকর্তা বিবাদীদের মোবাইলে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিলেও কোন তোয়াক্কা করেননি বরং উল্টো বাদীকে প্রাণনাশের হুমকি এবং বিজ্ঞ আদালত কে তুচ্ছতাচ্ছিল্য করে গালমন্দ করেছেন বলে জানা গেছে।