বাংলা ভাষার জন্য যারা বিলিয়ে দিয়েছে প্রাণ,
আটারকোটি মানুষ জানাই তাদের সম্মান।
বায়ান্নয়ের দিনটি ছিল বড় ভয়ংকর,
মায়ের ভাষাই কথা বলে মোরা করছি অহংকার।
দামাল ছেলের তাজা রক্তের বিনিময়ে বাংলা ভাষা,
বীর বাঙ্গালি ফিরেপেল শতমায়ের ভালবাসা।
জাগো মোরা গণজাগরণ,
ভাষা সৈনিকদের করি স্বরণ
হে তরুণ খুলেদেখ ইতিহাস,
ভাষানিয়ে করিওনা পরিহাস।
এসো সবই মিলে করি মোরা সৈনিকদের প্রার্থনা,
শপথ করি বিশ্বে কোন কিছুতে মাথানত হবনা।
লেখক :মোহাম্মদ জিয়াউল হক
সুরাজপুর, চকরিয়া,কক্সবাজার