কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউপির বাইন্যাঘোনা এলাকায় হাজি ফেরদৌস মাঠে শুরু হয়েছে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট।
সোমবার বিকেলে মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বিশাল এ টুর্ণামেন্ট উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় পেকুয়া উপজেলা ফুটবল একাদশের বিপক্ষে লড়াই করেন রাঙ্গামাটি ২১ ভাই ভাই একাদশ। টাইব্রেকারে পেকুয়া উপজেলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে জয়লাভ করেন রাঙ্গামাটি ২১ ভাই ভাই ফুটবল একাদশ।
এ সময় উদ্বোধক শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, খেলা মানে বিনোদন। শিক্ষার্থী ও যুবক ভাইয়েরা খেলার দিকে মনোনিবেশ করলে মাদক থেকে শুরু করে ছোট বড় অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে। আমি আশা করবো সুশৃঙ্খলভাবে টুর্ণামেন্টটি যাতে শেষ হয়। এ ক্ষেত্রে সার্বক্ষনিক সহযোগিতা আমার থাকবে।
খেলায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আমিরুল খালেদ ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন মিজানুর রহমান।