মোঃ রেজাউল করিম, ঈদগাঁও।
জামেয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম এর পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী বলেছেন, বর্তমান ফিৎনার যুগে মাযহাব ছাড়া মুসলমানিত্ব টিকিয়ে রাখা বড় মুশকিল। তিনি বলেন, কেয়ামত অতি সন্নিকটে। তাই সময় থাকতে মুসলমানদের আরো সজাগ হতে হবে। তিনি আজ রাতে ঈদগাড় হাই স্কুল মাঠে দুই দিনব্যাপী ইসলামী সম্মেলনের প্রথম দিনের বয়ানে একথা বলেন। বৃহত্তর ঈদগাঁও ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত ৩৬ তম এ সম্মেলনের প্রথম দিনে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুবিনুল হকের সঞ্চালনায় প্রথম দিনে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে বয়ান করেন ঢাকা থেকে আগত আল্লামা আব্দুল মোমেন মুরাদাবাদী ও নোয়াখালী থেকে আগত আল্লামা মোসাদ্দেকুল মাওলা। এছাড়াও ওয়াজ করেন ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ জহিরুল ইসলাম, মাছুয়াখালী আশরাফুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ রমজান আলী ও পোকখালি এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মোঃ জুনায়েদ। উপস্থিত ছিলেন কালির ছড়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ছৈয়দ নুর, ইসলামী সম্মেলন সংস্থার সেক্রেটারি হাফেজ কামাল আহমদ,
সহ সেক্রেটারী হাফেজ আব্দুর রহিম ফারুকী, সহ সেক্রেটারী হাফেজ রফিকুল হক, মাওলানা সলিমুল্লাহ প্রমুখ।