বলরাম দাশ অনুপম।
শ্রীশ্রী বাণী অর্চ্চণা উপলক্ষে আয়োজিত গীতাপাঠ, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। কক্সবাজার শহরের বৈদ্যঘোনা স্যোশাল ক্লাবের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শ্রীশ্রী বাণী অর্চ্চণা পরিষদের সভাপতি রিপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিভাষ আর্চায্যের পরিচালনায় অনুস্টিত উক্ত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীচৈতন্য গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্টাতা সভাপতি তপন কুমার দত্ত, বাগীশিক জেলা সংসদের সাধারণ সম্পাদক নারায়ন দাশ, জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম, বাগীশিক জেলা সংসদের কর্মকর্তা মৃদুল মল্লিক। এতে বক্তারা বলেন, শিশু-কিশোরদের গীতার শিক্ষায় শিক্ষিত করে ধর্মীয় চেতনায় উজ্জীবিত করে তুলতে হবে। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় ‘ক’ গ্রæপে (১ম-৫ম শ্রেণী) অংশগ্রহন করে প্রথম হয়েছে শ্রীমৎ জ্যোতিশ্বরানন্দ গীতা শিক্ষা নিকেতনের ছাত্র অংকুর দাশ।