সায়মন সরওয়ার কায়েম,ঘটনাস্থল ঘুরে এসে।
ঈদগাঁও বাজারের বাশঘাটা এলাকায় ফার্নিচার দোকানে আজ রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নি নিয়ন্ত্রণে আসেনি। তবে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। সরেজমিন গিয়ে জানা যায়, বাশঘাটার মরহুম নুর আহমদ সওদাগরের পুত্র সুমন এবং ইসলামাবাদ ইউনিয়নের মেম্বার দিদারুল ইসলাম এর ফার্নিচারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আরো কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। ইসলামবাদ ইউনিয়ন এর ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম জানান অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। দোকান গুলো, দিদার ফার্নিচার মার্ট, শাহাজান ফার্নিচার মার্ট,হাজী নূর মোহাম্মদ ফার্নিচার মার্ট, মনজুর ফার্নিচার মার্ট, ইসলামাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড এম ইউপি দিদারুল ইসলাম ও দিদার ফার্নিচার মার্টের স্বত্বাধিকারী জানান, আমার দোকানে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হতে পারে। ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সহ সাধারণ সম্পাদক হাচান তারেক ও ঈদগাঁও থানার ওসি আবদুল হালিম জানান,
আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সাথে কাজ করছে রামু ফায়ার সার্ভিস, চকরিয়া ফায়ার সার্ভিস এবং রেললাইন নির্মাণ প্রকল্পের পানির ট্যাংক ইউনিট ঈদগাঁও থানার এক দল পুলিশ সদস্য সম্মিলিত প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন।অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা বারবার মুর্ছা যাচ্ছেন। কয়েকজন ব্যবসায়ী বলেন, আমরা এই দোকান দিয়ে সংসার ও ঋণের কিস্তি দিতাম। এখন আমাদের দোকান পুড়ে যাওয়ায় আমরা সর্বস্ব হারিয়েছি। কীভাবে নতুন করে ব্যবসা শুরু করবো এবং ঋণের টাকা দেবো তাই বুঝতে পারছি না।