কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বশুিভূত হয়ে ৭টি বাড়ি সম্পুর্ণ পুড়েগেছে বলে স্থানীয়দের মাধ্যমে জানাযায়।
ও-ই সময়ে আগুন থেকে বাঁচাতে ভেঙ্গে ফেলা হয়েছে পাশের আরো কয়েকটি বাড়ি ঘর!
আগুনের ধরার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দল।
তারা আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত, ওই সময় ঘটনাস্থলে দ্রুত ছোটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান!
ঘটনার স্থলের লোকজন থেকে জানা যায় , ৪ টা ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুর অনুমান ১২ঃ৩০ঘটিকার সময় কাজল শীল এর বাড়ির রান্নার ঘরের
চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে এলাকাবাসী জানান।আগুনে পুড়ে যায় অন্ততঃ ৭টি বাড়ি ঘর।
যাদের বাড়ি ঘরে আগুনে পুড়েছে তাদের মধ্যে রয়েছে ওই গ্রামের বাসিন্দা ফকির চরণ, টাবুল শীল, রণজিৎ কুমার, বাদল শীল, কাজল শীল ও রণজিৎ শীল প্রমুখ।
এদিকে পরে মহেশখালী সদর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে সূত্রে প্রকাশ।
এদিকে স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ আগুনে পুড়ে যাওয়া৭টি বড়ি ঘরের মালিকদের প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০হাজার টাকা অনুদান দিয়েছেন বলে স্থানীয়রা জানান।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা জানান , চেয়ারম্যান তারেকের দেয়া সহায়তার টাকা পেয়েছি এমন দূর্সময়ে আমাদের চেয়ারম্যানের সহায়তা পেয়ে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।