কুলাউড়ায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় শামীম আহমদ (৪৫) নামে দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় প্রবাসী শামিমের পরিবারের সদস্যদের সাথে সুফিয়ান গং-দের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে ঝগড়া চলাকালে প্রতিপক্ষের হামলায় শামীম নিহত হন। স্থানীয়রা শামীমকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, পারিবারিক সম্পত্তিগত বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।