গত ২৪শে জানুয়ারি উখিয়া ক্রাইম নিউজ ডটকমে উখিয়া হলদিয়া পাতাবাড়িতে পরকিয়া প্রেমের ঘটনায় সর্বহারা আলীর পরিবার – প্রকাশিত শিরোনামে সংবাদটি আমার সৃষ্টি গোচর হয়েছে। এখানে আমাকে জড়িয়ে যে সব তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং ঘটনার হিতে বিপরীত। এই আলীর পরিবারের পারিবারিক ঘটনার সাথে আমি কোন ভাবে জড়িত কিংবা সম্প্রীক্ত নয়। কিছু ক্ষতিপয় চিন্তিত সন্ত্রাসী, ইয়াবা ব্যবসায়ী, ভূমিদস্যু, নারী নির্যাতন ও মানব পাচারের সাথে সম্পৃক্ত দুষ্ট প্রকৃতির লোক তাদের অপকর্মের খোলস উম্মোচনে নিউজ করার জেরে আমার চরিত্র হনণের উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে। আমি একজন নিরাপরাদ নিরীহ সংবাদ কর্মী হই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী মমতা ময়ী মা শেখ হাসিনার উন্নয়নের সরকারের ভ্যানগার্ড হয়ে দুর্নীতি ও মাদক দ্রব্য জিরো টলারেন্স এই শ্লোগানকে বাস্তবায়নে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে সমাজের বাস্তব চিত্র তুলে ধরাতে আমার বিপক্ষে আনিত পরিকল্পিত ষড়যন্ত্র। তাই আমি এই সংবাদ প্রত্যখ্যান করে প্রতিবাদ জানাচ্ছি।
পাশাপাশি এতে প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহবান করছি।
উল্লেখ্য তাঁহারা সংবাদ প্রকাশের জেরে গত ২২ জানুয়ারি পারিবারিক কাজে বাড়ি থেকে মরিচ্যা বাজারে যাওয়ার পথে সিএনজি গাড়ী গতিরোধ করে লালিত স্বসস্ত্র সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী পরিকল্পিত ভাবে এলোপাথাড়ি উপর্যুপরি বেধড়ক মারধর করে টেনেহেচড়ে তাদের সন্ত্রাসী কাজে ব্যবহৃত জিএনজি তে তুলে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে আনুমানিক ১২-১৩ জনে মেরে রক্তাক্ত অবচেতন ও মুমূর্ষু পেলে রাখে পরে খবর পেয়ে আমার পরিবারের সদস্যরা স্থানীয় জন প্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় আমাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে আমার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। যে ঘটনার পরিপেক্ষিতে আমার বড় ভাই মোঃ আনছার মিয়া বাদী হয়ে উখিয়া থানায় ২৩ জানুয়ারি’২১ ( যার মামলা নং ৬৬/২১) তাদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করে। তাদের এহেন নেক্কার জনক ঘৃনীত হামলা ধামাচাপা দেওয়ার জন্য অনেকটা সাক দিয়ে মাছ ঢাকার মতই।
প্রতিবাদকারী
আব্দুল হাকিম
পিতা মৃত আব্দুস শুক্কুর
পাতারবাড়ি, হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার।