জাহেদ হাসান,
চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ঈদগাঁও ইসলামপুরের রুবেল তার ৩ সহযোগীকে প্রাইভেট কারে করে ইয়াবা পাচারকালে আটক করেছে।
সোমবার (৭ ডিসেম্বর)ভোর সাড়ে ৪টার দিকে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ আবু আফছার ভূঁঞা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানাধীন হাশিমপুর ইউপিস্থ কসাইপাড়া বড় জামে মসজিদের সামনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে চট্টগ্রাম গামী প্রাইভেটকার যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্টো-গ-১৫-৩৪৫২ গাড়িটি তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ ওই ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আসামী ১। মোঃ নুরুল আলম রুবেল(২৩)পিতা-মৃত সামশুল আলম, মাতা-ইয়াছমিন আক্তার, সাং-নতুন অফিস বাশঘাটা ইসলামপুর,১নং ওয়ার্ড, হেডম্যান আশরফ আলী বাড়ী, ঈদগাঁও-কক্সবাজার সদর, ২। মোঃ আবুল কাশেম(৩৮)পিতা-মৃত: ইসহাক মিয়া, মাতা-ছখিনা খাতুন, সাং-কাজীপাড়া, ৯নং ওয়ার্ড, ছদাখ্যাঁ মুন্সির বাড়ী-সাতকানিয়া-চট্টগ্রাম,৩। মোঃ রাশেদ উদ্দিন(৩৩)পিতা-নরুল হক, মাতা-জাহানারা বেগম, সাং-পশ্চিম সোনাদিয়া, ৭নং ওয়ার্ড, মিঠাই ব্যপারী কামালের বাড়ী-হাতিয়া-নোয়াখালী,৪। মোঃ হানিফ(৩২), পিতা-মোঃ বিল্লাল হোসেন, মাতা-খদিজা বেগম, সাং-নোয়াপাড়া, ৭নং ওয়ার্ড, আলী আকবরের বাড়ী-লাকসাম-কুমিল্লা।
আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চন্দনাইশ থানায় পৃথক মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।