রাশেদুল আলম রাশেদ;;
খুরুশকুল ২নং ওয়ার্ড গোন্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ইং।
ফাইনাল খেলা। অনুষ্ঠিত হয়। উত্ত ফাইনাল খেলাই অংশগ্রহন করেন
জাহিদুল ইসলাম রুবেল ক্রীড়া সংস্হা ডেইল পাড়া বনাম
ভাই ভাই ফুটবল একাদশ ডেইল পাড়া।
ফাইনাল খেলাই চ্যম্পিয়ন দল।
জাহিদুল ইসলাম রুবেল ক্রীড়া সংস্থা
রানার্সআপ ভাই ভাই ফুটবল একা দশ
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জানাব মাসুদ আলম কোচ কক্সবাজার জেলা ক্রীড়া
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক আলোকিত উখিয়ার সদর প্রতিনিধি সাংবাদিক রাশেদুল আলম রাশেদ,সাবেক ফুটবলার সোলতান,ইশান চৌধুরী,হাসান, কমিটির সদস্যা কানন, মাহাবুল আলম হানিফ সহ আরো অনেকে৷
অনুষ্ঠানের প্রধান অতিথি মাসুদ আলম বলেন, খেলাধুলা মানুষের শারিরীক ও মানসিক উন্নয়নে সহায়ক, প্রত্যেক ব্যক্তির জীবন গঠনে খেলাধুলা বিশেষ ভূমিকা রাখতে পারে৷ খেলাধুলাই থাকলে অনেক খারাপ কাজ থেকে বিরত থাকে আজকের ফাইনাল খেলাটা অনেক সুন্দর হইছে বলে ধন্যবাদ জানায়
বিশেষ অতিথি সাংবাদিক রাশেদুল আলম রাশেদ বলেন, এই খুরুশকুল ২নং অন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাই হার জিত সাবার আছে যারা হারছেন আপনারা মন খারাপ করবেন্না একদিন আপনারাও জিতবেন ইনশাআল্লাহ আজকের ফাইনাল খেলাটা দেখে আমি অনেক খুশি হয়ছি দুই দলে আমার কাছে আপন দুই দলে সুন্দর খেলা উপহার দিয়েছেন খেলার কমিটিকে ধন্যবাদ জানাই ডেইল পাড়ার ফুটবল খেলার মাঠ ধরে রাখার জন্য দর্শকদের সকলের সহযোগিতা কামনা করেন।
ফাইনাল খেলা পরিচানলা করেন :এহসান উল্লাহ এহসান ফুটবলার বিজিবি ক্যম্প কক্সবাজার
সভাপতি করেন জানাব :আতাউল্লাহ সাবেক এম ইউ পি ২নং ওয়াড় ড়েইল পাড়া
জাহিদুল ইসলাম রুবেল ক্রীড়া সংস্হার কোচের দায়িত্ব পালন করেন গিয়াস উদ্দিন রবিন
ভাই ভাই ফুটবল একাদশ ডেইল পাড়া।কোচের দায়িত্ব পালন করেন রইসুল হক রাকিব