স্টাফ রিপোর্টার ::
গতকাল পিরোজপুর জেলায় বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর আরবি ওফাত দিবস উপলক্ষে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট পিরোজপুর জেলার উদ্যোগে কেন্দ্রীয় মিশন সভা অনুষ্ঠিত হয়।
এসময় মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের পক্ষে ফয়েজ উল বারী। মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও বরিশাল বিভাগের সভাপতি মনিরুজ্জামান মনির, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম পারভেজ, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলার সভাপতি ফরহাদ আহমেদ সিয়াম, বরিশাল বিভাগের প্রচার সম্পাদক নাজমুল হাসান জাবের।
এ সভায় আরো উপস্থিত ছিলেন জাকের পার্টি পিরোজপুর সদর থানার পিরোজপুর সদর থানার সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, পিরোজপুর সদর থানার সাধারণ সম্পাদক ওহীদুল ইসলাম খান।
এ সভার সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট পিরোজপুর জেলার সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন পিরোজপুর জেলা ছাত্রফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি শিকদার।
উক্ত সভায় বক্তারা বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী সাহেবের আদর্শে প্রতিষ্ঠিত জাকের পার্টিকে আরো শক্তিশালী করার আহ্বান জানান এবং একই সাথে সকল ছাত্র সমাজকে বিশ্বওলীর আদর্শিত জাকের পার্টির পতাকা নিচে সমবেত হওয়ার আহ্বান জানান।
এ সময় আরও বলা হয় এদেশকে সোনার বাংলা গড়ে তুলতে হলে আগের সোনার মানুষ তৈরী করতে হবে আর সেই সোনার মানুষ তৈরি করতে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট সংগ্রাম করে যাচ্ছে এবং এ দেশের যেকোন সংকটময় পরিস্থিতিতে জাকের পার্টি এদেশের মানুষের পাশে থাকবে।
এ সভায় পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন সমূহের সর্বস্তরের জাকের পার্টি ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প