রিপোর্টার শামীম মীরঃ গৌরনদী প্রতিনিধি।
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে অগ্নিনির্বাপণে সচেতনতামূলক প্রশিক্ষণ মহড়া প্রদান করা হয়েছে। বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স ষ্টেশনের উদ্যোগে মহড়া পরিচালনা করেন গৌরনদী স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আঃ ছালাম। মহড়ায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেনসহ অন্যান্যরা। এ সময় অগ্নিনির্বাপণে একটি গ্যাস সিলিন্ডারে আগুন নিভানোর কৌশল প্রদর্শণ করেন।