মাওঃ হাফেজ শরীফুল ইসলাম::
আসলে স্বামী-স্ত্রী দু’জনে সমব্যথী আর সমদর্শী হতে পারলে দাম্পত্য জীবনের বহু সমস্যার সমাধান সম্ভব হয়, ১.উদ্দেশ্যেহীন কাজ কখনই সফল হয় না!! তাই দাম্পত্য জীবন সুখের জন্য নেক উদ্দেশ্যো করতে হবে, ২.যে কোন তরুণী যখন বিয়ে করে স্ত্রীর দায়িত্ব গ্রহণ করে তার প্রথমেই জানা দরকার তার স্বামী জিবনে কি চায়??এ সম্পর্কে স্ত্রীর মনে একটা স্পষ্ট ছবি থাকা চাই-ই।এর পরের কাজটি হবে স্ত্রীকে স্বামীর সব কাজকে সমান পূর্ণ করে তোলার জন্য পর্দার সহিত সহযোগিতা করে যাওয়া!এর জন্য প্রয়োজন নিজেকে ইসলাম অনুযায়ী যোগ্য হয়ে উঠা, ৩.আদর্শ স্ত্রীর কর্তব্য হবে স্বামীর ত্রুটির কথা না বলে তার যোগ্যতার স্ফুরণ ঘটানো, (হ্যা তবে ভুল গুলো কৌশলে জানিয়ে দাও) ৪.কৃতকার্য হওয়ার প্রথম পদক্ষেপটি হবে স্বামীকে স্থির সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করা, ৫.সকল স্ত্রীর মনে রাখা উচিত যে, তার স্বামী কোন কাজে সফল হওয়ার সাথে সাথেই অন্য কোন কাজে তাকে উদ্বুদ্ধ করে তোলা, ৬ .এক ধরনের মহিলাদের দেখা যায়,যারা স্বামীদের নিজের কাজের জায়গাতেই আবদ্ধ রাখতে চান তারা কোন অবস্থাতেই স্বামীদের অন্য জায়গায় যেতে দিতে রাজি হন না। অনেক সময় এই ধরনের মহিলারাই হয়ে ওঠেন পুরুষের উন্নতি লাভের প্রধান অন্তরায়! আমরা সবাই চেষ্টা করবো দাম্পত্য জীবনে সুখী হবার টিপস গুলো জেনে রাখার।। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন!