যৌন হয়রানির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মো. সাইফুল ইস’লামকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বি’জ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে ট্রাইব্যুনালের সুপারিশ অনুযায়ী এসব ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ২৭ জন গবেষককে পিএইচডি ডিগ্রি এবং ১০ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করা হয়।