কক্সবাজারের টেকনাফ থানাধীন হাবিবপাড়া এলাকায় চলছে স্বামী-স্ত্রীর অসামাজিক কার্যক্রম।
হাবিবপাড়া এলাকার সৈয়দ করিম তার স্ত্রী পারভীন আক্তারকে দিয়ে দীর্ঘদিন যাবত এ অসামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্হানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, সৈয়দ হোসেন তার স্ত্রী পারভীন কে দিয়ে উঠতি বয়সী যুবকদের নষ্ট করে ফেলছে এবং আমাদের সমাজের মানুষ তাদের এ কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে কিছুদিন আগে তাদের বিরুদ্ধে এলাকায় গ্রাম্য সালিসের ব্যবস্থা করেন।
সেই গ্রাম্য সালিসে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কিন্তু সৈয়দ করিম এবং তার স্ত্রী এ গ্রাম্য সালিশকে অবহেলা করেন এবং বিভিন্ন রকমের অশালীন ভাষায় গালিগালাজ করে বলেন, আমি আমার এ কার্যক্রম চালিয়ে যাবো দেখি আমাকে কে কি করে।
গ্রাম্য সালিশে কোন সুরাহা না পেয়ে এলাকার যুবক সমাজ তাদেরকে ধাওয়া করে গ্রাম থেকে বিতারিত করেন।
গ্রাম থেকে বিতারিত হওয়ার পর আশ্রয় নেন বড় হাবিবপাড়া এলাকার সৈয়দ হোসেন প্রকাশ সৈয়দ বলির বাড়িতে।
আশ্রয়দাতা ব্যক্তি অভিযোগ করে বলেন, আমি মানবতার খাতিরে তাদেরকে আমার বাড়িতে আশ্রয় দেই কিন্তু আশ্রয় দেওয়ার বিনিময়ে তারা স্বামী -স্ত্রী আমার বাড়ি থেকে নগদ ত্রিশ হাজার(৩০,০০০) টাকা এবং স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী বলেন, আমরা আমাদের সমাজকে অন্যায়,অপরাধ এবং অসামাজিক কার্যকলাপ থেকে মুক্ত রাখতে চাই।