মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীর উত্তম চিত্ত রঞ্জন দত্তের (সি আর দত্ত) প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলী কর্মস‚চি পালন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শহরের লালদিঘীর পাড়স্থ বঙ্গবন্ধু সড়কে কালো ব্যাচ ধারণ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা, পৌর ও সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার নেতৃত্বে এই কর্মস‚চি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, অধ্যাপক অজিত দাশ, উদয় শংকর পাল মিঠু, উজ্জ্বল কর, বিপুল সেন,যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপম পাল পাঞ্জু, সাংগঠনিক সম্পাদক বিশ^জিত পাল বিশু, পৌর প‚জা কমিটির সভাপতি বেন্টু দাশ, সদর উপজেলা সভাপতি দীপক দাশ,জেলা প‚জা কমিটির কর্মকর্তা সনজিত চক্রবর্তী, স্বপন দাশ, সাংবাদিক বলরাম দাশ অনুপম, মিটন পাল, এডভোকেট উজ্জ্বল দাশ, সাংবাদিক শিপন পাল, মিলন দাশ, পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক মিটুন কান্তি দে, উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ রবি, শাওন চক্রবর্তী জনি, নারায়ন দাশ, সবিতা মল্লিক, তরুন চক্রবর্তী, মিল্টন পাল, কানন বিশ^াস, সজিব দাশ, মিটন কান্তি দে, শিবু দাশ, রাজু পাল, শুভ দাশ, কৃষ্ণ পাল, রাজিব দাশ, রাজিব পাল, কাঞ্চন আইচ, রিপন পাল, অনিক পাল, তাপস পাল, দিপু দাশ, ঝিন্টু রাজু প্রমুখ। একই সময়ে জেলার অন্যান্য উপজেলা ও পৌর শহরে জেলা পূজা উদ্যাপন পরিষদের আওতাধীন সকল কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।