তারা প্রদীপের জামিন এবং নতুন করে যেনো আর রিমান্ডে না নেয়া হয় সেই আবেদন করবেন বলে জানা গেছে।
চট্টগ্রামের সিনিয়র উকিল আহসানুল হক হেনা ও ব্যারিস্টার সাঈদ এ দুজনের অধীনে পাঁচ জনের একটি চক্র আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার আদালতে পৌছেন।
এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ জানাচ্ছেন সচেতন দেশবাসী।
এছাড়াও এটি কি কক্সবাজারের আইনজীবীদের জন্য অপমানজনক কী না এবং বিচারকের উপর প্রভাব বিস্তার করতেই কি আসামি প্রদীপের এমন আয়োজন তা নিয়ে বিস্তারিত জানানো হবে পরবর্তী সংবাদে।