গত ২০ আগস্ট কক্সবাজারের স্থানীয় দৈনিক আলোকিত উখিয়ার অনলাইন ভার্সনে ”খুনিয়া পালংয়ের ইয়াবা ব্যবসায়ী গফুরের নেতৃত্বে দেশজুড়ে পাচার হচ্ছে ইয়াবা” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমি নিম্ন সাক্ষারকারীর দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটির একটি গুরুত্বপূর্ণ অংশে মিথ্যা তথ্যের ভিত্তিতে আমার নাম জড়িয়ে দেওয়ায় আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবিষয়য়ে আমার বক্তব্য হলো- সংবাদটির সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব আমার নয় বরং সংবাদটির যে অংশে আমাকে জড়ানো হয়েছে আমি এর দায়িত্ব নিয়ে বলছি- আমি কোনোভাবেই কোনো দিনের জন্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলাম না এবং এখনও নেই। এটা সত্য যে আমি একজন রাজনীতি সচেতন ব্যাক্তি হওয়ায় বিগত কিছুদিন পূর্বে আমাকে স্থানীয় চিহ্নিত কিছু দুস্কৃতিকারী হয়রানিমূলক ভাবে ফৌজদারি মামলায় জড়িয়ে ছিলো। এবং সেসব ফৌজদারি মামলা ইয়াবা কিংবা মাদক সংশ্লিষ্ট নয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে কতিপয় তথ্যদাতা আমার ব্যপারে সংবাদকর্মী ভাইদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে মাদক সংশ্লিষ্ট এধরণের সংবাদের সাথে আমার নামটি জড়িয়ে দিয়েছে।
এমতাবস্থায়, আমি সংবাদটির এই অংশে কাউকে বিভ্রান্ত না হতে অনুরোধ করবো। পাশাপাশি দেশের এসংক্রান্ত সর্বসংস্থায় জবাবদিহি করতে সব সময় প্রস্তুত আছি। এর পরও যদি আমার বিষয়ে যাচাই বাছাই বিহীন কোনো সংবাদ অদুর ভবিষ্যতে কেউ ছাপায় তাহলে আমি ভুল তথ্যদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবো।
আব্দুল গফুর
পিতা: মৃত হোসেন
খুনিয়া পালং, রামু।