ক্রাইম রিপোর্ট:
টেকনাফ থানার হোয়াইক্যং ইউপির কানজর পাড়া এলাকার আব্দুর রশিদের পুত্র হুন্ডি ব্যবসায়ী রায়হান এখনো হুন্ডির মাধ্যমে ইয়াবা ব্যবসায়ীদের অবৈধ কোটি কোটি টাকা বহালতবিয়তে পাচার করে যাচ্ছে। সে দুই বছর পূর্বে হ্নীলার কাজী নুরুল হকের বিকাশের দোকানে সাধারণ কর্মচারী হিসেবে তিন হাজার টাকার বেতনে চাকরী করেছিল। কাজীর দোকানে চাকরিরত অবস্থায় স্থানীয় এবং মায়ানমারের অনেক ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার পরিচয় হয়,সেই পরিচয়ের সূত্র ধরে বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীদের অবৈধ টাকা হুন্ডির মাধ্যমে পাচার করা শুরু করে।তার (রায়হান)এমন অবৈধ লেনদেনয়ের অবস্থা দেখে দোকানের মালিক তাকে বিদায় করে দেয় বলে, মালিক সূত্রে জানা যায়।কাজীর দোকান থেকে বিদায় হয়ে সে নিজেই বিকাশের ব্যবসা শুরু করে দেয়। এলাকাবাসীর সূত্রে জানা যায়,কাজীর দোকানে চাকরিরত অবস্থায় যেসব ইয়াবা ব্যবসায়ীদের সাথে তার পরিচয় ছিলো,তাদের সাথে সখ্যতা রেখে, রায়হান দিনদিন ইয়াবা ব্যবসায়ীদের কালো টাকা হুন্ডির মাধ্যমে সৌদি আরব, দুবাই,মালেশিয়া সহ বিভিন্ন দেশে পাচার করে অল্প সময়ে অবৈধভাবে সেও কোটি টাকার মালিক বনে যায়।ইয়াবা ব্যবসায়ীদের টাকা হুন্ডির মাধ্যমে পাচারের পাশাপাশি, সে নিজেও ইয়াবা ব্যবসার সাথে জড়িয়ে লাখ লাখ টাকা আয় করেছে বলেও অভিযোগ করেছে স্থানীয় সচেতন মহল। হ্নীলার কাজীর দোকান থেকে বের হয়ে হ্নীলা এবি সুপার মার্কেটের ২য় তলায় বড় বড় দোকান সালামী দিয়ে নেয় এবং সিকদার প্লাজা মার্কেটে তার একটি দৃশ্যমান বিকাশের দোকানও রয়েছে।এই দৃশ্যমান দোকান সামনে রেখে ভিতরে ভিতরে উপরে উল্লেখিত অনৈতিক অবৈধ ব্যবসা চালিয়ে অল্প সময়ে কোটি টাকার মালিক বনে যায় বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।তার এসব কর্মকান্ডের বিষয়ে বিভিন্ন অনলাইন এবং প্রিন্ট মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে।কিন্তু এখনো তার বিরুদ্ধে প্রশাসনিক কোনো ধরণের ব্যবস্থা হয়নি। তাদের মতো হুন্ডির মাধ্যমে ইয়াবার অবৈধ টাকা পাচার কারীদের কারণে উখিয়া টেকনাফ এখনো ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে রয়ে গেছে।তাদের কে আইনের আওতায় না আনা হলে, প্রশাসনের মাদক বিরুধী অভিযান প্রশ্নবিদ্ধ থেকে যাবে বলে মনে করেছেন, সুশীল সমাজ। উল্লেখ্য যে,রায়হানের বিরুদ্ধে পত্র পত্রিকায় ঢালাওভাবে সংবাদ প্রচার হলে,সে নিজেকে সাধু সাজানোর জন্য বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে মুখোশের আড়ালে থাকার প্রচেষ্টা করে।তার এধরণের অনৈতিক কর্মকান্ড মিডিয়ায় প্রচার করার কারণে ইতোমধ্যে সংবাদ কর্মীদের বিভিন্ন ভাবে হামলা করার উদ্যোগ নিচ্ছে বলে, গোপন সূত্রে জানা যায়। এবিষয়ে তার কাছে জানতে চাইলে,সে নিজেকে একজন ব্যবসায়ী বলে দাবি করে,এসব অনৈতিক কাজে জড়িত নয় বলেও জানান।