টুইটারে নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কঙ্গনা রানাওয়াত। মুম্বাইয়ের মুভি মাফিয়ারা তার পেছনে যে ভালোভাবেই লেগেছে সেটাও নতুন করে জানিয়েছেন।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই প্রকাশ্যে মুম্বাইয়ের সিনেমার মাফিয়া রাজত্ব নিয়ে কথা বলছেন তিনি। করন জোহর থেকে রণবীর কাপূর, মহেশ ভাট, আলিয়া ভাটের বিরুদ্ধে বিষোদ্গার করতে ছাড়েননি কঙ্গনা। তার টুইটার অ্যাকাউন্ট এখন ট্রেন্ডিং।
কঙ্গনা তার টুইটে বলেন, আমার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। আমার সময় ফুরিয়ে আসছে।
সোমবার (১৭ আগস্ট) কঙ্গনা টুইট করেন, আমার বক্তব্যকে মুম্বইয়ের মুভি মাফিয়ারা একমাত্রিক ভাবছে। আমার সময় ফুরিয়ে আসছে! যে কোনও মুহূর্তে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এর মধ্যেও যে সময় বেঁচে আছে সেখানে মুভি মাফিয়াদের কীর্তি সরাসরি প্রকাশ্যে আনার চেষ্টা চালিয়ে যাব আমি।
উল্লেখ্য, সম্প্রতি হ্যাশট্যাগের মাধ্যমে বয়কট কঙ্গনা বলে ক্যাম্পেন চলছে।