শাহীন খন্দকার গাইবান্ধা প্রতিনিধি ::
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৬ আগষ্ঠ (রবিবার) বিকেল ৫.৪০ মিনিটে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা ফার্ম এলাকা থেকে সিএনজি যোগে বগুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে সার্জেন্ট সারোয়ার সহ সঙ্গীয় ফোর্স ৫০ বোতল ফেনসিডিল দুই নারীকে আটক করেছে। আটককৃত নারী মাদক ব্যবসায়ীরা হলেন জয়পুরহাট পাচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী মুন্নি বেগম (২৪), রতনপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী ফাতেমা বেগম (২৮)। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মুন্নি বেগমের শরীরে ২০ ও ফাতেমা বেগমের শরীরে ৩০ বোতল ফেনসিডিল সহ মোট ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।