আলোকিত ডেস্ক :
লেবাননে কর্মহীন ৭১ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ। দেশটিতে মানবিক ও ত্রাণ সহায়তা নিয়ে গিয়েছিল বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহণ বিমান। সেই বিমানে করেই তারা ফেরেন। বিমান বাহিনীর ১২ সদস্যের মিশনে নেতৃত্বে দেন ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। বিমান বাহিনীর এয়ার চিফ মা’র্শাল মাসিহুজ্জামানান সেরনিয়াত মিশনটি পরিচালনা করেন।
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বি’স্ফোরণের পর সেদেশে আ’ট’কে পড়া ৭১ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো। আজ বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে হ’জরত শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন এসব বাংলাদেশি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আই’এসপিআর) সহকারী পরিচালক নূর ইস’লাম জানান, বিমানবাহিনীর বিমানটি ভোর ৫টায় পৌঁছনোর কথা থাকলেও সেটি সকাল সোয়া ৭টায় অবতরণ করে। বিমানটিতে ৭৩ বাংলাদেশি ফেরার কথা থাকলেও ফিরেছে ৭১ জন। বৈরুতে ভয়াবহ বি’স্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর সি-১৩০ জে একটি বিমান। গত ১০ আগস্ট বিমানটি লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। লেবাননে শক্তিশালী বি’স্ফোরণে চার বাংলাদেশি নি’হত হন। এতে আ’হত হন বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি। এছাড়া ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেদেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’।