প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন-শ্রীকৃষ্ণ দুষ্টকে দমন করে সৃষ্টকে পালন করেছিলো। তেমনি সকল সম্প্রদায়কে এক হয়ে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আবির্ভাব ঘটাতে হবে। তাই শ্রীকৃষ্ণের আদর্শে সুন্দর সমাজ বিনির্মাণে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন-শ্রী কৃষ্ণের জন্মষ্টমী শুধুমাত্র আর্বিভাবের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলকে কৃষ্ণের দর্শন উপলব্ধি করতে হবে। সকলকে অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে চলতে হবে। জেলা প্রশাসক মঙ্গলবার (১১ আগষ্ট) সকালে কক্সবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় সনাতনী সম্প্রদায়ের হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি স্বপন পাল নাজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আমিন আল পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. মাহমুদ উল্লাহ মারুফ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা। শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ^জিত পাল বিশুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, বিপুল সেন, শ্রীশ্রী কৃষ্ণানন্দধাম কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল দাশ, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তা কাঞ্চন দাশ, সাংবাদিক বলরাম দাশ অনুপম, সদর উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি অমল কান্তি দে, শাওন চক্রবর্তী জনি, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের অর্থ সম্পাদক মিটন কান্তি দে ভুলুক প্রমুখ।