পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম. জাহাঙ্গীর আলম (বিডিআর জাহাঙ্গীর) ও সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আহমদ হোসেন এর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে পেকুয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসা হল রুমে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এদিকে দুপুর ১২টায় উপজেলা জাতীয় পার্টির সি. সহ সভাপতি এস. এম মাহবুব ছিদ্দিকীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া-চকরিয়ার সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, জাপা নেতা কাউছার আলম, নাজেম উদ্দিন, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, জাপা নেতা আলহাজ্ব জামাল উদ্দিন, টইটং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আইন বিষয়ক সম্পাদক জহির আলম, আব্দুল খলিল, রাজাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডাঃ রুহুল আমিন, উজানটিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, মগনামা ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি ছরওয়ার আলম, রাজাখালী ইউনিয়ন যুব সংহতির সভাপতি কামাল উদ্দিন মিরাজ ও টইটং ইউনিয়ন যুব সংহতির সভাপতি জাকের হোসেনসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাপার প্রয়াত দুই নেতার বিদেহীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরচিালনা করে আশরাফুল উলুম মাদ্রসা শিক্ষক ক্বারী আব্দুস ছাত্তার।