সানজীদুল আলম
সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব) সিনহা মোঃ রাশেদ নিহত হওয়ার ঘটনায় গতকাল(৫অগস্ট) তার বোন শারমিন ফেরদৌস অন্যতম অভিযুক্ত আইসি লিয়াকত কে প্রধান আসামি এবং টেকনাফ থানার সদ্য প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশ সহ ৭ জন আসামীকে কক্সবাজার আদালতে হাজির করা হয়েছে। শুনানির প্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং RAB শুনানির প্রেক্ষিতে রিমান্ড চাইলে ৩জন রিমান্ডে এবং ৪জনকে জেল গেইটে জিজ্ঞেসাবাদের নির্দেশ দেয়।
আসামিদের রিমান্ড আদেশে পরিবর্তে ৭ আসামী ৭ দিন করে রিমান্ডে নেয় RAB । পলাতক দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
৬ আগষ্ট বিকাল ৫ টায় টেকনাফ-৩ আমলী আদালতের বিজ্ঞ বিচারক মোঃ হেলাল উদ্দিনের আদালতে আসামীদের হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার এড,ফরিদুল আলম।
এর আগে সকাল নাগাদ চট্টগ্রামের পুলিশের একটা হাসপাতাল থেকে ওসি প্রদীপ কুমার দাশকে পুলিশ হেফাজতে নিলে তার আত্মসমর্পণ এর সিদ্ধান্তের প্রেক্ষিতে বিকেল ৫টা নাগাদ আদালতে হাজির করা হয়।