নুরুল বশর।
টেকনাফে বিজিবি জওয়ানেরা হ্নীলায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনার সময় বড় ধরনের ইয়াবার চালানসহ একজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়, ৫ আগষ্ট (বুধবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার থেকে মাদকের চালান আসার সংবাদ পেয়ে দক্ষিণ আলীখালী এলাকায় বেড়িবাঁধে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফনদী সাতঁরিয়ে ২টি ব্যাগ নিয়ে একজন মানুষ বেড়িবাঁধে উঠার সাথে সাথেই বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ধাওয়া করে ২টি ব্যাগ ও ১টি মুঠোফোনসহ আলীখালী তুলাবাগান শরণার্থী ক্যাম্পের ব্লক-ডি/১৫ এর ৩নং শেডের বাসিন্দা মোঃ নুর হোসেনের পুত্র মোঃ আরফাত (২০) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও মুঠোফোনসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।