তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন পবিত্র ঈদুল আযহা’ সকল মুসলিম জাতির জন্য আনন্দময় একটি দিন। তাই তিনি পরষ্পারিক বেদাবেদ ও ভুল ভ্রান্তি মুচে দিয়ে পবিত্র এই দিনে সবাইকে নিয়ে আপন করে মিলেমিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।
রাশেদুল আলম রাশেদ আরোও বলেন, ঈদ মানে আনন্দ। পবিত্র ঈদুল আযহা’প্রতি বছর আমাদের জন্য নিয়ে আসে আনন্দের নতুন বার্তা। ঈদ আমাদের জাতীয় উৎসব। তাই আমাদের জাতীয় জীবনে বিদ্যমান অশান্তি দূর করায় আমরা নিতে পারি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। যদি তা সম্ভব হয়, তবে এই জাতীয় উৎসব আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনন্দ বয়ে আনবে, আর সেটাই সবার প্রত্যাশা। যাতে জীবনঘনিষ্ঠ এই উৎসবে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সব শ্রেণীর মানুষ। ধনী-গরিবের সব ব্যবধান ভুলে সবাই যেন ঈদের আনন্দে শরিক হতে পারে।ঈদের আনন্দ হোক সবার জীবনের উৎস। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে এটাই আমাদের প্রত্যাশা
আল্লাহ- রাসুল (সঃ) পথে অনুসরণ পুর্বক আমাদের সকলকে রক্ষা করবেন আমিন।
শুভেচ্ছান্তে।
সাংবাদ কর্মি ঃ রাশেদুল আলম রাশেদ
সাবেক সহকারি স্পেশাল পি পি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল জেলা ও দায়রা জজ আদালত কক্সবাজার। সদস্য খুরুশকুল ব্লাড ডোনা’স ব্যাংক