আলহামদুলিল্লাহ,
সুন্দর ও সফল ভাবে সমাপ্ত হয়েছে২৭/০৭/২০২০, সোমবার ,বাদে জুহুর,উখিয়ার থানা অন্তর্গত,পালংখালী,কেন্দ্রীয় জামে মসজিদে কুরবানি মাসায়েল সংক্রান্ত তর্ক-বিতর্ক(প্রতিযোগিতা)অনুষ্ঠান।
প্রধান অতিথি ও প্রধান বিচারক ছিলেন, বহুমুখী দ্বীনি প্রতিষ্ঠান,আল জামিয়া আল ইসলামীয়া পটিয়া বড় মাদ্রাসার,সিনিয়র মুফতি ,জনাব মাওলানা বুরহান উদ্দিন সাহেব
বিশেষ অতিথি,মাওলান মুফতি রিদুয়ানুল কাদের সাহেব ,সাবেক মুহাদ্দিস ইসলামীয়া দারুল উলুম মনিরঘোনা
বিশেষ অতিথি মুফতি ওমর ফারুক সাহেব প্রধান মুফতি বাতুয়া মাদ্রাস,,, পরিচালনায় পালংখালী কওমী ছাএ পরিষদ
সভাপতিত্ব করলেন,জনাব মাওলানা আবুল কাসেম সাহেব ছদরে মুহ তামিম আরবিয়্যা দারুল উলুম পচ্চিম পালংখালী
সার্বিক সহযোগিতায় ছিলেন,মোহাম্মদ সুরাব উদ্দিন প্রকাশ বুলু, বিশিষ্ট ব্যেবসায়ী পালংখালী
যাদের তর্কা তর্কিতে সঠিক ও গুরুত্বপূর্ণ মাসায়েল প্রকাশ,তাদের মধ্যে রয়েছে পটিয়া মাদ্রাসা , পুকখালী মাদ্রাসা, রিসাচ সেন্টার মাদ্রাসা, অনেক ছাত্র বৃন্দ
দ্বীনের এমন চমৎকার আলো উপহার দেওয়াই, সভাপতি ও প্রিয় উস্তাদ মহুদয়গণ সহ সকল অংশগ্রহণকারী এবং উপস্থিতি এলাকার সকল সাধারণ মুসলমানের প্রতি, আমার আন্তরীক মুবারকবাদ ও প্রেম ভালবাসা অবিরাম।