ক্রাইম প্রতিবেদন।
সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, প্রতিদিন মৃত্যু হচ্ছে প্রশাসন এর সাথে বন্দুক যুদ্ধে ইয়াবা কারবারি গুলোর এরপর ও জীবনের মায়া ছেড়ে দিয়ে চালিয়ে যাচ্ছেন ইয়াবা কারবার,
জানা যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন এর ঘিলাতলী গ্রামের, মোহাম্মদ লেডা মিয়ার পুত্র রবিউল হাসান দীর্ঘদিন তাহার মুরগি খামারের এর ব্যবসার আড়ালে, ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছেন রবিউল বর্তমানে ও সচল রয়েছে,
স্হানীয় সুত্রে জানা যায় রবিউল চাল চলন আগের মতো নেই, আমরা মনে করতাম হয়তো মুরগির খামারে ব্যবসায় উন্নতি হয়েছে কিন্তু তা নয়, ইয়াবার কারণে হচ্ছে।
তাহার সহযোগী হিসেবে চালান বহন কারী দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন ঘিলাতলী গ্রামের শামসুল আলম এর ছেলে, এমরান হোসাইন চালান বহন কারী হিসেবে ব্যবহার করে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন শহরে ইয়াবার চালান পাঠিয়ে দিচ্ছেন এমরান। দীর্ঘদিন ধরে এই ব্যবসায় জড়িত গোপন ইয়াবা গণনার ছবি সহ দেওয়া হয়েছে টেকনাফ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ রইলো এরা, দিন, দিন যুবসমাজ কে খারাপ এর দিকে নিয়ে যাচ্ছে,
মাদকের বিরুদ্ধে আমি আপনি সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে কখনো সমাজ থেকে মাদক নির্মূল হবে না।